গাইবান্ধা
সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও জেলা পুলিশের
সহযোগিতায় মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এবং মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০
বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালিত হয়। আজ ২১ সেপ্টেম্বর সোমবার
মোবাইল
কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি )
জনাব মোঃ নাহিদুর রহমান। এ সময় দারিয়াপুরের মানাস নদীতে গড়ের বাতা নামক
স্থানে দুইটি আড়াআড়ি বাঁধ উচ্ছেদ এবং জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা
হয় । ঘটনাস্থল হতে আড়াআড়িভাবে স্থাপনের সাথে জড়িত বিন্দু চন্দ্র মন্ডল
কে ৫০০০ টাকা জরিমানা এবং সাদিকুল কে ১০০০ টাকা জরিমানা আরোপ এবং
আদায় করা হয় । পরবর্তীতে দারিয়াপুর বাজারে মৎস্যখাদ্য দোকানে মোবাইল
কোর্ট পরিচালনা করা হয় । মৎস্য খাদ্য দোকান সমূহ যথারীতি আইন মেনে
চলায় কোনো জরিমানা হয়নি ।
এ সময় উপস্থিত ছিলেন
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গাইবান্ধা সদর, সহকারী মৎস্য কর্মকর্তা,
জেলা পুলিশের সদস্য বৃন্দ, ক্ষেত্র সহকারী, লিফ, ন্যাশনাল সার্ভিসের সদস্য ও
সংশ্লিষ্ট ইউনিয়নের স্বেচ্ছাসেবী বৃন্দ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment