দোয়ারাবাজারে মসজিদের বরাদ্দ নয় টন গম আত্মসাতের অভিযোগ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 3 September 2020

দোয়ারাবাজারে মসজিদের বরাদ্দ নয় টন গম আত্মসাতের অভিযোগ

এনামুল কবির মুন্না:
দোয়ারাবাজারে আওয়ামী লীগের এক নেতা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের নয় টন গম আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই গম মসজিদের বাউন্ডারির ভিতরে মাটি ভরাট কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরের টিআর কর্মসূচির আওতায় উপজেলার পান্ডার গাওঁ ইউনিয়নের শ্রীপুর জামে মসজিদের মাঠ মাটি ভরাটে
নয় টন গম বরাদ্দ দেওয়া হয়। এ প্রকল্প বাস্তবায়নের জন্য হাসনাত নামের এক ব্যক্তিকে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি করে একটি কমিটিও জমা দেওয়া হয়। দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে ওই কমিটি জমা দেন। সরেজমিনে শ্রীপুর মসজিদ এলাকায় গিয়ে দেখা গেছে, সেখানে কোনো মাটির ভরাটের কাজ করা হয়নি।
প্রকল্প কমিটির সভাপতি হাসনাত বলেন,করোনা ও বন্যার জন্য কাজ করতে পারি নাই। কয়েকদিনের ভিতরে আমরা কাজ শুরু করব।
এলাকাবাসী ও মসজিদ কমিটির বেশ কয়েকজন নাম গোপন রেখে বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে কমিটি করার কথা। কিন্তু এখানে হাসনাত ও আব্দুল গফুর কাউকে কিছু না জানিয়ে পুরো বরাদ্দ গায়েব করে ফেলা হয়েছে।’
দোয়ারাবাজার উপজেলা পিআইও আম্বিয়া বলেন, ‘ওই প্রকল্পের কাজ হয়েছে কি না, তা আমি নিশ্চিত নই।
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages