একুশে মিডিয়া, মুক্তমত:
লেখক-রিনা রহমান:
সুর্যের আলো যখন সন্ধ্যাকালে বিদায় নেয়
ঝিঁঝিঁ পোকারা তখন ব্যস্ত হয়ে পড়ে তাদের উপস্থিতি জানাতে
আকাশ বাতাস প্রকম্পিত করে ঝিঁ ঝিঁ পোকার শব্দে।।
ঝিঁঝিঁ পোকারা তখন ব্যস্ত হয়ে পড়ে তাদের উপস্থিতি জানাতে
আকাশ বাতাস প্রকম্পিত করে ঝিঁ ঝিঁ পোকার শব্দে।।
জোনাকিরা সারাময় ঘুরে বেড়ায় উড়ে উড়ে
সব আঁধারের মাঝে আলোর মোহনীয়তায়
দূরের ঝাঁড় জঙ্গল বা ডোবা থেকে মুখ বের করে ডাকতে থাকে ব্যাঙের দল
সব নিরবতা কে ভেদ করে
অজস্র শব্দে মুখরিত করে তোলে পথ প্রান্তর।।
যতোই গভীর হয় রাত
ততোটাই আলো বিলায় চাঁদ
মৃদু হাওয়া এসে ভেজিয়ে রাখা জানালার কপাটে আছড়ে পড়।।
কেটে যায় নির্ঘুম রজনী রোজকার জীবন
স্বপ্ন চোখে ভাসি।।
চোখের কোল বেয়ে নেমে যায় অজস্র জলে রাশি।।
মন থাকে বিমর্ষ এক আবেশ মেখে।।
তোমারপথের দিকে অপলক দৃষ্টি রেখে।।
কেটে গেছে বহু বছর
ফিরে আসবে না তুমি জানি
তবু বুকভরা আশায় বেঁচে আছি আজও........
চাওয়া পাওয়া দূরে সরিয়ে দিয়েছি সেই কবে।
যেদিন থেকে তুমি হারিয়ে
গেলে যবে।
যদি কোনোদিন আবার দেখা হয়ে যায়
বলবো না ভালোবাসি তোমাকে।।
যদিও তুমি আজও আমার হৃদয়ের তন্ত্রীতে সুর আওয়াজ তুলে মুখরিত রাখ আমাকে।।
জানি আজ তোমার আর আমার পথ ভিন্ন
তবু তোমাকে ছাড়া আমার কবিতা ভাষা পায়না খুঁজে
তোমার ভাবনা আছে বলেই হয়তো রাত দুপুরে বেসুরো গলায় পথিকের গান ও বড় বেশি মধুর লাগে।।
সারাদিন ব্যস্ততা,
সব কিছুর মধ্যেই নিজেকে ব্যস্ত রাখি তবুও অপেক্ষাতে প্রহর গুনি
আবার যদি দেখা পাই কখনো তোমার,
কোনো চাওয়া পাওয়া কিছুই নেই আমার।
আর কতোটা পথ গেলে পাবো দেখা তোমার
কবে হবে সেইক্ষন.....!!!!
একুশে মিডিয়া/এমএসএ
সব আঁধারের মাঝে আলোর মোহনীয়তায়
দূরের ঝাঁড় জঙ্গল বা ডোবা থেকে মুখ বের করে ডাকতে থাকে ব্যাঙের দল
সব নিরবতা কে ভেদ করে
অজস্র শব্দে মুখরিত করে তোলে পথ প্রান্তর।।
যতোই গভীর হয় রাত
ততোটাই আলো বিলায় চাঁদ
মৃদু হাওয়া এসে ভেজিয়ে রাখা জানালার কপাটে আছড়ে পড়।।
কেটে যায় নির্ঘুম রজনী রোজকার জীবন
স্বপ্ন চোখে ভাসি।।
চোখের কোল বেয়ে নেমে যায় অজস্র জলে রাশি।।
মন থাকে বিমর্ষ এক আবেশ মেখে।।
তোমারপথের দিকে অপলক দৃষ্টি রেখে।।
কেটে গেছে বহু বছর
ফিরে আসবে না তুমি জানি
তবু বুকভরা আশায় বেঁচে আছি আজও........
চাওয়া পাওয়া দূরে সরিয়ে দিয়েছি সেই কবে।
যেদিন থেকে তুমি হারিয়ে
গেলে যবে।
যদি কোনোদিন আবার দেখা হয়ে যায়
বলবো না ভালোবাসি তোমাকে।।
যদিও তুমি আজও আমার হৃদয়ের তন্ত্রীতে সুর আওয়াজ তুলে মুখরিত রাখ আমাকে।।
জানি আজ তোমার আর আমার পথ ভিন্ন
তবু তোমাকে ছাড়া আমার কবিতা ভাষা পায়না খুঁজে
তোমার ভাবনা আছে বলেই হয়তো রাত দুপুরে বেসুরো গলায় পথিকের গান ও বড় বেশি মধুর লাগে।।
সারাদিন ব্যস্ততা,
সব কিছুর মধ্যেই নিজেকে ব্যস্ত রাখি তবুও অপেক্ষাতে প্রহর গুনি
আবার যদি দেখা পাই কখনো তোমার,
কোনো চাওয়া পাওয়া কিছুই নেই আমার।
আর কতোটা পথ গেলে পাবো দেখা তোমার
কবে হবে সেইক্ষন.....!!!!
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment