একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর বন্দর থানার কলসিদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে জালনোটসহ ১ জন প্রতারককে আটক করেছে র্যাব-৭।আটক মো. রাসলে শেখ (২৪) পিরোজপুর জেলার বৈরামপুর গ্রামের মৃত নাসির শেখের ছেলে। বর্তমানে বন্দর থানার কলসিদিঘীরপাড় এলাকায় বসবাস করে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বন্দর থানার কলসিদিঘীরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব ৭’র সহকারী অফিসার (মিডিয়া) মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অপরাধী চক্র সাংবাদিক পরিচয় দিয়ে বন্দর থানার কলসিদিঘীরপাড় ধুমপাড়ার মোড়ে অবস্থিত রিফাত টেইলার্স এন্ড কসমেটিকস হাউসের সামনে জালনোটকে আসল টাকা বলে চালানোর চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় রাসেলকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেট থেকে ৪টি ১ হাজার টাকার জাল নোট ও ২টি নকল প্রেস আইডি কার্ড উদ্ধার করা হয়।
আরো জানানো হয়,আটকরে পর সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে র্যাব সদস্যদের প্রভাবিত করার চেষ্টা করলেও ব্যাপক জিজ্ঞাসাবাদে সে সাংবাদিক নয় বলে স্বীকার করে। সে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সাংবাদিক পরিচয়ে জাল টাকাকে আসল টাকা বলে চালিয়ে আসছে বলে জানানো হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment