মন ভাল নেই,বলনা কিছুতেই
তবুও বুঝে নেবে? কে আছে?
দেখো কেউ আছে নেই,
তবুও তুমি এগুবে-
ভাঙ্গা পথ- সাথী কে হবে?
যদি কখনও আমায়,মনে পড়ে যায়।
খোলা দূয়ার,আকাশে আমি তারাময়।
যদি কখনও ছুয়েঁ দিতে ইচ্ছে হয়
সাগর হয়ে জড়াবো তোমায়।
কে বলে কে দেখাবে পথ তোমাকে,
যদি যাও হারিয়ে এ শহরে,
আমি ছায়া তোমার বুঝবে নিরবে।
হাওয়াতে এলো চুল যদি
মুখে এসে পড়ে,
যদি না থাকি কে সরাবে!
কতো কথা আজ মনে পড়ে হায়।
তপ্ত দুপুর আর ক্লান বিকেল বেলায়।।
তুমি নেই পাশে আমি একেলায়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment