রিপার জীবনের কাহিনী (ধারাবাহিক) প্রথম পর্ব: রিনা রহমান - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 18 September 2020

রিপার জীবনের কাহিনী (ধারাবাহিক) প্রথম পর্ব: রিনা রহমান

একুশে মিডিয়া, মুক্তমত:

ধারাবাহিক লেখক- রিনা রহমান:

রিপার জন্ম হয়েছিল এক সম্ভ্রান্ত পারিবারে।

ছোট কাল থেকে কোন অভাব স্পর্শ করেনি৷

তাকে যাকে বলে সোনার চামচ মুখে নিয়ে যার জন্ম।

বেশ ভালো ভাবে চলছিল রিপার জীবন।

যখন রিপার বয়স চার প্রথম Admission হয় ইংলিশ মিডিয়াম school এ। (st' scollastiha School) ।

লেখাপড়ায় বেশ ভালো ছিল সে।

বরাবরই first হতো ক্লাসে।

যখন সে class five এ তখন সে বিভিন্ন সস্কৃতি র সাথে জড়িত৷

ওর মা বাবা৷ বেশ ভালো।

মেয়ের মতামতের প্রতি আগ্রহী।

রিপার জীবনএর প্রথম প্রেমহয় হয় তখন অষ্টম শ্রেনিতে পড়ে।

রিপাদের বাসায় ল্যান্ড ফোন ছিল... সে বান্দবীর কাছে ফোন করছিল হঠাৎ ওদের কথার ফাঁকে কেযেন কথা বলে উঠলো" "হ্যালো"!

রিপাতো ভয় পেয়ে গেলে কে সে মাঝখানে ওদের কথা৷ শুনছে। ও৷

রিসিভার টা রেখে দিল।

একটু পর সে আবার কল দিল বান্ধবী রুমা কে।

ওরা কথা বলছিল, এমন সময় মাঝ খানে সেই কন্ঠস্বর " খুব সুন্দর" বলে উঠল।

রিপাতো রেগেমেগে প্রশ্ন করলো

"কি ব্যাপার আপনি কে?"

ওপাশ হতে বলে উঠে" বাহ আপনার ভয়েস টাতো খুব মিষ্টি" রিপা তো আরো রেগে গেলো বল ল "শুনুন আপনি যদি আবার মাঝ খানে এসে কথা শুনেন তবে আমি অভিযোগ করবো টিএন্ড টি তে।লোক টি হাসলো। বলে" আপনা কে রাগলে আরো ভালো 

লাগে।" এভাবে অনেকদিন গত হলো।

রিপারও ছেলেটার প্রতি এক টা মায়া বসে গেলো।

সে ফোন নং চাইলো রিপা আর।

কোন কথা নাবলে নং টা দিল।

এরপর থেকে ওদের আলাপ চলে প্রতিদিন।

কেউ কাউকে এখনও দেখেনি।

তারা সিদ্ধান্ত নিল দেখা করবে।

কিন্তু রিপা বলে "আমিতো বের হতে পারবোনা..".. তাহলে!

এরপর সিদ্ধান্ত হলো বাসার সামনে দাড়াবে।

রিপার বাসার গেটে রিপা দাড়ালো..।

ছেলেটা গেটের সামনে দিয়ে হেটে গেলো।

একজন আরেক জনকে দেখলো।

তারপর থেকে এদের মধ্য প্রতিদিন সকাল বিকাল কথা হয়।

ঘন্টার পর ঘন্টা কেটে যায়.....

কথা শেষ হয় না----- (চলবে)

 

 

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages