একুশে মিডিয়া, ক্রিড়া রিপোর্ট:
অদ্য ১৪ সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ৮ ঘটিকার সময় বাঁশখালী ডিগ্রী কলেজ মাঠে বাঁশখালী ক্রিকেট একাডেমি কতৃক আয়োজিত, বাঁশখালী ক্রিকেট একাডেমি বনাম আনোয়ারার CUFL ক্রিকেট একাডেমির সাথে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রীতি ক্রিকেট ম্যাচে শোয়াইবের নিয়ন্ত্রিত স্পিন ঘূর্ণিপাকে ও রায়াইন এবং সাইফুলের ব্যাটিং দৃঢ়তায় ৮ উইকেট হাতে রেখে বাঁশখালী ক্রিকেট একাডেমি জয় তুলে নেই।
সকালে টসে জিতে বাঁশখালী ক্রিকেট একাডেমিরর অধিনায়ক এনামুল হক হারুন আনোয়ারার ক্রিকেট একাডেমিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান।
আনোয়ারা CUFL ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে নিধারিত ৪০(৩৫.২) ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৭০ রান করতে সক্ষম হয়। দলের হয়ে রাইহান ১৫,রাকিব,১৩
সাকিব,২৭ সুমন,২৫
শিফু১৭* রান করেন।
বাঁশখালী ক্রিকেট একাডেমির হয়ে শোয়াইব ৫টি, মাসুদ,সাইফুল, সাকিব এবং জাহাঙ্গীর ১ টি করে উইকেট লাভ করে।
জবাবে ১৭১ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে বাঁশখালী ক্রিকেট একাডেমি (৪০)১৭.২ ওভারে ২ টি উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়।
বাঁশখালী ক্রিকেট একাডেমির হয়ে রাইয়ান ৬২*নোবেল ২০
সাইফুল ৩০* রান করেন।
আনোয়ারা CUFL ক্রিকেট একাডেমির হয়ে মামুন ও সুমন ১ টি করে উইকেট লাভ করে।
ফলে বাঁশখালী ক্রিকেট একাডেমি ৮ উইকেটে জয় লাভ করে।
উক্ত খেলায় ৫ উইকেট পাওয়ার সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বাঁশখালী ক্রিকেট একাডেমির অফ- স্পিন বোলার শোয়াইব।
শোয়াইবের হাতে উক্ত খেলার অতিথি আনোয়ারা CUFL ক্রিকেট একাডেমীর কোচ মোঃ ইমতিয়াজ অভি চৌধুরী ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও কোচ এবং সাংবাদিক মোহাম্মদ এরশাদসহ স্থানীয় ক্রীড়ামদী দর্শকবৃন্দ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment