মানব জীবন কলমে- মহুয়া চক্রবর্তী - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 24 September 2020

মানব জীবন কলমে- মহুয়া চক্রবর্তী

একুশে মিডিয়া, মুক্তমত:

লেখিকা- মহুয়া চক্রবর্তী

সাধের এই মানব জীবন

হলো আমার বৃথা

মানুষ হয়েও হলাম

নাকো

মানুষ আমি হেথা।

ভালোবাসা স্নেহ মায়ার

আজ চিহ্নটুকু নাই

পশুর মাঝেও আছে দেখো

ভালোবাসার ঠাঁই।

মনুষ্যত্ব আজ বিকিয়ে গেছে

অন্ধকারের রসাতলে

মুখের ওপর মুখোশ পড়ে

মানুষ তাই নানা ছলে।

জন্মদাত্রী বোঝা এখন

সন্তানের কাছে

মায়ের তাই স্থান হয়েছে

বৃদ্ধাশ্রম এর মাঝে।

বিবেক বিহীন মানুষ

যেমন আকাশ বিহীন পাখি

সুর বিহীন গান

তেমন যেমন অশ্রু বিহীন আঁখি।

মনের সাথে হুসের দেখা

হয় না যে ভাই যথা-তথা দিনের শেষে

সবাই একা এই জগত সংসারে।।

-------- সমাপ্ত-------

কলকাতা।

 

 

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages