একুশে মিডিয়া, মুক্তমত:
লেখক-কবি- মিটু রানী শর্মা:
তুমি অনেক বড় ডিগ্রি অর্জন করেছো
তবে তুমি কি জানো?
তোমার ঐ আত্ম অহংকার
তোমার মনুষ্যত্বকে কতো নিচু করছো?
তোমার সম্মান পদধূলিত হচ্ছে!
কি করেই বা জানবে?
কেননা তুমি তো কখনো আত্মসম্মানের কথা চিন্তা করো না।
আসলে কি জানো?
তুমি নিজেকে খুব বেশি মহান ভাবো।
তাই তোমার অসৎ আচরণকে তুমি অবহেলা করে সহজভাবে ভেবে থাকো।
আর অন্য মানুষের মহৎ কাজের প্রতি বিরূপ আচরণ করে তাকে হেয় করার চেষ্টা করো।
তবে জেনে রাখো,ডিগ্রি নয় মনুষ্যত্ব দ্বারা ব্যক্তি জীবন আলোকিত হয়।
তুমি অন্যকে হেয় করবে ঠিকই
কিন্তু তার পরিবর্তে তুমি নিজেকে বা নিজের মনুষ্যত্বকে হেয় করছো,
লোকের কাছে জঘন্য আচরণের দ্বারা
আত্ম-সম্মানবোধ নষ্ট করছো,
ঘৃণিত হচ্ছো সবার কাছে।
শ্রদ্ধা পাওয়ার যোগ্য নিজেই নিজের থেকে বিলুপ্ত করে দিচ্ছো।
এভাবে তুমি কখনো মহান হতে পারবে না? আর মহান হবেও না।
কেননা, যতক্ষণ পর্যন্ত তুমি বা তোমার থেকে আত্ম-অহংকার না সরাবে
ততক্ষণ পর্যন্ত তুমি অশ্রদ্ধার পাত্র হিসেবে রয়ে যাবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment