মোঃ
জাকির হোসেন:
ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর নামে, ঢাকার দোহারের
মালিকান্দা এলাকায় আশ্রয়ে পরিত্যাক্ত সাড়ে চার কাটা জমি বুধবার পরিদর্শনে
আসবেন সরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রীর আগমনে দোহার
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামালের নির্দেশে করা নিরাপত্তার
চাঁদরে ঢেকে রেখেছে উপজেলার প্রধান সড়ক গুলো।
সোমবার সকালে সরেজমিনে দেখা
যয়, উপজেলার মুকসুদপুরের ফুলতলা, নারিশা, মেঘুলা, মালিকান্দা, দোহার বাজার ও
জয়পাড়া থানার মোড়ের প্রধান সড়কে পাশে গাড়ি রেখে চারিদিকে নজর রাখছে পুলিশ
বাহিনী। মৈনট, বাহ্রা ও নারিশা ট্রলার ঘাট এলাকায় পাহারা দিচ্ছে পুলিশ।
এ
ব্যপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, বুধবার সরাষ্ট্র মন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল স্যার আসছেন উপজেলার মালিকান্দা গান্ধীজি আশ্রয়
পরিদর্শনে, তাই তিনদিন ধরে রাত দিন দোহার উপজেলার প্রতিটি এলাকায় নজর রাখছে
পুলিশ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment