ঢাকার দোহারে পঁচা মাংশ দিয়ে খাদ্য সামগ্রী তৈরি করার
অপরাধে বেকারিটি সিলগালা ও মালিককে অর্থদন্ড প্রদাণ করেছে ভ্রাম্যমাণ
আদালত।
উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা বাজারে এ অভিযান পরিচালনা করেন।
শুক্রবার সন্ধ্যায়, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে,এম ফিরোজ মাহমুদের
নির্দেশে, সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে মেঘুলা
বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বাহি ও পঁচা মাংশ
দিয়ে হট পেটিস এবং ঝাল পেটিস তৈরি করার সময় বেকারির মালিককে আটক করে। পরে
ভ্রাম্যমাণে বেকারিটিকে সিলগালা ও মালিককে ১০ হাজার টাকা জড়িমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ
চন্দ্র। জ্যোতি বলেন, পঁচা মাংশ দিয়ে খাদ্য তৈরি করার অপরাধে বেকারি
সিলগালা ও মালিককে অর্থদন্ড প্রদাণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যহিত
থাকবে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment