পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্বগোপিনাথপুর গ্রামে শ্বশুর কর্তৃক পুত্রবধু নিযার্তনসহ শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে।
এলাকাবাসী
সূত্রে জানা যায়,উপজেলার পূর্বগোপিনাথপুর গ্রামের শাহাজান মিয়ার পুত্র
সাথে একই ইউপির বুজরুবরকতপুর গ্রামের আব্দুল মতিন সরদারের কন্যার সঙ্গে
প্রায় ৪ বছর পূৃবে ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর থেকে
পুত্রবধুর মরিয়ূম এর সাথে দীর্ঘদিন থেকে পারিবারিক দন্দকলহ চলে চলেছিল।
এরেইধারাবাহিকতায়
১০ অক্টোবর শনিবার রাত ০৯ :৩০ মিনিটে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্বশুর
শাহাজান মিয়া পু্ত্র বধু মরিয়ূম এর উপর হামলা চালিয়ে বেধড়ক মারডাং করে এবং
পড়নের কাপড় টানাহেচড়াসহ শ্লীলতাহানী ও আহত করে।
এতে শিশু আদিল মা মরিয়ূম আহত হয়ে মাটিতে পরে এবং তাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন তাদের কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান|
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment