প্রসঙ্গত উল্লিখ্য যে, দাতা সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক) ইউএসএ এর অর্থায়নে সদর উপজেলার অতি দরিদ্র পরিবারের মেয়েদের সম্পূর্ণ বিনামূল্যে চার মাসব্যাপী পোশাক তৈরি, সূচী কর্ম, নার্সেস এইড, প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা, আত্ম-সুরক্ষা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিড়্গণ চলাকালে প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে ছাতা, ব্যাগ, থ্রি পিচ, ইরেজার, স্কেল-কলম, খাতাসহ প্রশিক্ষকগণের জন্য প্রয়োজনীয় সকল উপকরণ প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষনার্থীকে বিনামূল্যে একটি করে পা-চালিত সেলাই মেশিন, নগদ অর্থ, সনদপত্র ইত্যাদি প্রদান করা হবে। এ বছর দুটি ব্যাচে ৪০ জন নারীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত ২৯৪ জনকে ২৯৪ টি পা-চালিত সেলাই মেশিন, সনদপত্র এবং আর্থিক সহায়তা হিসেবে নগদ ৪ লাখ ৪৮ হাজার টাকা প্রদান করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment