কাশিনগর ইউনিয়নে উপ নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী মিজানের ব্যাপক গণসংযোগ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 8 October 2020

কাশিনগর ইউনিয়নে উপ নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী মিজানের ব্যাপক গণসংযোগ

এম এ হাসান, কুমিল্লা:

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে ৬নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী জামাল উদ্দিন মিজানের ব্যাপক গণসংযোগ।আগামী ২০ অক্টোবর এই ওয়ার্ডে ভোট গ্রহণ।নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীর প্রচার প্রচারণা ততটাই বদলাচ্ছে।

অত্র ওয়ার্ডে মাঠে রয়েছে ৩ প্রার্থী, কিন্তু ব্যাপক গণসংযোগে এগিয়ে রয়েছে টিউবওয়েল মার্কা নিয়ে প্রার্থী হওয়া বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাশিনগর ইউনিয়ন শাখার সহ-সভাপতির দায়িত্বে থাকা জামাল উদ্দিন মিজান।সকাল থেকে রাত পর্যন্ত পুরো ওয়ার্ডে বাড়ী বাড়ী গিয়ে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন উল্লেখ্য ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বারী মিয়াজীর মৃত্যু জনিত কারণে ওই ওয়ার্ডটি শূন্য ঘোষণা করেন প্রশাসন।

নির্বাচনীয় তফসিল অনুযায়ী আগামি ২০ অক্টোবর ভোট গ্রহন।অত্র ওয়ার্ডে জামাল উদ্দিন মিজান সহ ৩ প্রার্থীর প্রচার প্রচারণা থাকলেও টিউবওয়েল মার্কা নিয়ে প্রচার প্রচারণায় এলাকার স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা জামাল উদ্দিন মিজান।

গতকাল ৬নং ওয়ার্ড অশ্বদিয়া উত্তরপাড়া প্রতিটি ঘরে ঘরে সরজমিনে দেখা যায় গ্রামের আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ সহ গণসংযোগ করছেন, এসময় সকলের স্বতঃস্ফূর্ত সমর্থন কথা বলে আমাদের প্রতিনিধির মাধ্যমে উপ নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী জামাল উদ্দিন মিজান কুমিল্লা-১১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মরহুম ইউপি সদস্য আব্দুল বারী মিয়াজীর আত্মার মাগফেরাত কামনা করে বলেন আমি সুদীর্ঘ সময় ধরে প্রবাসে অবস্থান করা সময়ে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম, যেকোনো সমস্যায় পাশে এসে সহযোগিতা প্রদান করেছি বর্তমান সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব ভাইয়ের একজন নিবেদিত কর্মী হিসেবে অত্র এলাকায় আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের সাথে আমার সুদীর্ঘ সময়ের বন্ধন অদ্যবিধি অটুট রয়েছে এবং সর্বোপরি সকলের সমর্থন পেয়ে অত্র ওয়ার্ডে উপ নির্বাচনে প্রার্থী হয়েছি এবং মরহুম ইউপি সদস্যের প্রতিক ছিলো টিউবওয়েল মার্কা, আমি ও একই প্রতিক নিয়ে প্রার্থী হয়েছি এবং গণসংযোগ করে সত্যি ই আমি গর্বিত কেননা আমি জানতাম না আমার ওয়ার্ড এর জনসাধারণ আমাকে এতটা পছন্দ করে,পাশাপাশি আমাদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন সাহেব প্রকাশ্যে আমার প্রচার প্রচারণায় অংশ নিয়ে গণসংযোগ চালাচ্ছেন এতেই আমি চির কৃতজ্ঞ।

ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ ই অক্টোবর ভোট গ্রহণে আমি জয়লাভ করবো।স্বল্প সময়ের প্রার্থী হিসেবে নির্বাচিত হলে মরহুম ইউপি সদস্যের অসমাপ্ত কর্মকান্ড সমাপ্ত করবো ইনশাআল্লাহ।

উপস্থিত গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে আলাপ করে জানা যায় যে এই ওয়ার্ডে ৩ প্রার্থীর মধ্যে মেধাবী বিচক্ষণ যোগ্য প্রার্থী হিসেবে জামাল উদ্দিন মিজান রয়েছে জনপ্রিয়তার শীর্ষে।

 

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages