লেখক-কবি রিনা রহমান:
রিপা রুমাকে ফোন করলো।
রুমা সব শুনে রিপা কে বলল "দেখ্ রিপা ভালবাসা কোন অপরাধ না..
আর ছেলে খেলাও না " যখন যা মন চায় তাই করবি"
এনিয়ে তুই আর ভাবিস না।
" রিপা বলে " তাহলে এখন কি করবো"
রুমা তখন একটু ধমকের সুরে বলে
দূর পাগলী কিছু করতে হবেনা।
আংকেল আন্টি কে আমি বুঝিয়ে বলবো।
তবে এখন নয়"
এই বলে সে ফোন কেটে দিল।
রিপার মনে তাও ভয় কাটে না....
এটা চিন্তা করে রাতে ঘুম হলোনা।
সকালে স্কুল কোন রকমে এপাশ ওপাশ করে ঘুমিয়ে গেলো।
সকাল আটটায় school ......
তাই সে এলার্ম দিল সাত টার।
সকালে যথা সময়ে এলার্ম বেজে উঠলো।
রিপা ওঠে সকালের কাজ গুলো সেরে school এ র জন্য রেডি হলো।
কিন্তু গতরাতে সে কোন পড়ায় শিখেনি। হোম ওয়ার্ক ও করেনি।
এদিকে আবার পিক নিকের নাম করে যে রানার সাথে দেখা করলো
এসব বাসয় ও school এ কেউ জানে না.....
রিপা পড়লো মহা ফ্যাসাদে....
সময় ও নাই যে সে হোম ওয়ার্ক করবে...
তারপর কোন রকমে করলো...
কিনতুপড়া শিখেনাই।
No comments:
Post a Comment