এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় নিখোঁজ হওয়ার ৭দিনেও খোঁজ মেলেনি প্রবাসীর স্ত্রী রাহেলা আক্তার দীপার।চরম হতাশায় ভুক্তভোগী পরিবার থানা পুলিশের আন্তরিক সুদৃষ্টি কামনা করেছেন। উল্লেখ্য ৭ই অক্টোবর বুধবার আনুমানিক বিকেল ৪ঘটিকায় একই পৌরসভার স্বামীর বাড়ী রামরা গ্রাম কাজী বাড়ী থেকে চৌদ্দগ্রাম বাজারে কেনা কাটার জন্য এসে নিখোঁজ হয় পৌরসভার পূর্ব সান্দিশকরা গ্রামের দেলোয়ার হোসেন এর কন্যা রাহেলা আক্তার দীপা (১৮) এই ঘটনায় নিখোঁজ হওয়া দীপার মা মনোয়ারা বেগম (৩৮) স্থানীয় চৌদ্দগ্রাম থানায় হাজির হয়ে একটি নিখোঁজ ডায়েরি করেন।যাহার (নং-৩১৫)।কিন্তু ৭দিন অতিবাহিত হওয়ার পরও কোন সন্ধান না পাওয়ায় পরিবারে চরম আতংকিত হতাশা দেখা দিয়েছে। ভুক্তভোগী মায়ের আকুতির বিষয় নিয়ে স্থানীয় চৌদ্দগ্রাম থানায় সরাসরি আলাপকালে ওসি আব্দুল্লাহ আল মাহফুজ বলেন নিখোঁজ ডায়েরি টি অন্তর্ভুক্ত হওয়ার পর নিখোঁজ হওয়া রাহেলার মোবাইল ফোন,সিম ট্রেকিং ও লোকেশন জানার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে এবং তাদের পরিবারের সাথে ও সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে, কিছু তথ্য হাতে এসেছে কিন্তু পরিপূর্ণ তথ্যের চেষ্টা অব্যাহত রয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment