একুশে মিডিয়, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে
শেষ হয়েছে ৩ দিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড।
বৃহস্পতিবার বিকেলে শহরের ফজর আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ মেলার
সমাপনী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায়
ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার তসলিমা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা
শুভ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ, ফজর আলী
স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা
শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক এ কে এম ফয়সানুল কবির।
অনুষ্ঠানে
আলোচনা সভা শেষে বিজ্ঞান মেলায় অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানে ৫ টি
ক্যাটাগরিতে ১৫ জনকে পুরস্কার প্রদাণ করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল
শিক্ষা প্রতিষ্টানকে পুরস্কৃত করা হয়।
গত মঙ্গলবার
দুপুরে ঝিনাইদহ শহরের ফজর আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও
শিক্ষা অফিস এ মেলার আয়োজন করে। মেলাই ৬ টি উপজেলার ৩ টি গ্রুপে ৫৪ টি
প্রজেক্টে ১শত শিক্ষার্থী অংশ নেয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment