শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ, বাঁশখালী:
বাঁশখালীতে ন্যাশনাল এগ্রি কাল চারাল টেকনোলজী এনএটিপি-২মৎস্য অধিদপ্তরের আওতায় এগ্রি কালচারালইনোভেশন ফান্ড-৩ (এআইএফ-৩) এর অনুদান বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বি.আর.ডিবি হল রুমে প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাডা. সমরঞ্জন বড়ুয়া, চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, প্রশিক্ষণ সমন্বয়কারী মো. আশরাফুল ইসলাম। এগ্রি কালচা রালইনোভেশন ফান্ডা-৩ (এআইএফ-৩) উপ-প্রকল্পের আওতায় বরফকল সংস্কার বাবদ মেসার্স আবুল কাশেম এন্টারপ্রাইজ কে ৫লক্ষ ৭৭ হাজার ৫শ টাকা প্রদান করা হয়েছে। ২০ জনপ্রশিক্ষণার্থী কার্প ও তেলা পিয়া মাছের নার্সারী চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে অংশ নেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment