নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ৩নং আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদে চত্তরে (১৭ই অক্টোবর) শনিবার সকাল দশটায়
সারা
দেশব্যাপী ন্যায়ে বাংলাদেশ পুলিশ ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে
জনসচেতনতা তৈরির লক্ষ্যে ৬ হাজার ৯১২টি (পঞ্চগড়ে ৪৬ টি)মধ্যে ৩নং
আলোয়াখোয়ায় বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ
সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হয়।
৩নং
আলোয়াখোয়া ইউনিয়নের বিট পুলিশিং দায়িত্ব প্রাপ্ত অফিসার আটোয়ারী থানার এস
আই মোতাফিজুর রহমান এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন- ৩নং আলোয়াখোয়া
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু প্রদিপ কুমার রায়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইজার উদ্দীন অফিসার ইনর্চাজ আটোয়ারী থানা, পঞ্চগড়।
বিশেষ
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন - মোজ্জাক্কারুল আলম কচি সাধারণ সম্পাদক
বাংলাদেশ আওয়ামীলীগ আলোয়াখোয়া ইউনিয়ন শাখা, আলোয়াখো বালিকা উচ্চ বিদ্যালয়ের
সি: শিক্ষক ও আলোয়াখোয়া তফশিল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সফিকুল ইসলাম,
পাল্টাপাড়া বণিক সমিতির সভাপতি বাবু পদিপ চন্দ্র বর্মন সহ বিট পুলিশিং এর
আলোখোয়া দায়িত্ব প্রাপ্ত অফিসার আটোয়ারী থানার এস আই দীপেন্দ্র নাথ বর্মন,
৩নং আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের আওতাধীন গ্রাম
পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার
মানুষসচেতন মহল, সাংবাদিক, আপময়জনতা। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন তার বক্তব্যের মধ্যে সকলকে
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান।
এবং
এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন থাকতে বলেন।দেশের সামাজিক শৃঙ্খলা
এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের
প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে
দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশ।
বাংলাদেশ পুলিশ দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে।
এস
আই দীপেন্দ্র নাথ বর্মন বলেন- আমরা বর্তমানে সকলেই সচেতন, আমাদের দায়িত্ব
অনেক, আমাদের সন্তানদের প্রতি সজাগ থাকতে হবে। বিদ্যালয়ে আমাদের সন্তানরা
আসা - যাওয়া করে তাহারা ঠিকমত বিদ্যালয়ে যাচ্ছে কি না। মাদক মুক্ত সমাজ,
জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ, নারী নির্যাতন প্রতিরোধ। আমাদের পুলিশিং বিটের
প্রধান লক্ষ্য।
No comments:
Post a Comment