গোবিন্দগঞ্জের বালুয়া বাজারে তালা ভেঙ্গে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকে দূধর্ষ চুরি সংঘটিত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 8 October 2020

গোবিন্দগঞ্জের বালুয়া বাজারে তালা ভেঙ্গে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকে দূধর্ষ চুরি সংঘটিত

একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি: 
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহাতি বালুয়া বাজারে ডাচ্-বাংলা ব্যাংক সহ কীটনাশক ও কনফেকশনারী দোকান
চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের পিছনের তালা ভেঙ্গে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকে ঢুকে ড্রয়ার ভেঙ্গে নগদ ১ লক্ষ ৮০ হাজার  টাকা নিয়ে পাশের কনফেকশনারী দোকানে ঢুকে বিভিন্ন মালামাল ছড়িয়ে ছিটিয়ে রেখে ড্রায়ের ভেঙ্গে রক্ষিত টাকা পয়সা সিগারেট সহ অন্যান্য মালামাল নিয়ে যায়।  একই মালিকের কীটনাশকের দোকানের শাটারের রড বাঁকা করে ভিতরে ঢুকে বিভিন্ন মালামাল,  যেমন কীটনাশক,  সিম কার্ড,রিচার্জ কার্ড, মিনিট কার্ড, এমবি কার্ড, নতুন মোবাইল ফোন এবং ড্রায়ারে ভেঙ্গে নগত ২৫ হাজার টাকা নিয়ে যায়। এতে ওই দোকানদারের প্রায় ৩ লক্ষ ১০ হাজার ৫ শত টকা ক্ষতি সাধিত হয়।
ওই দোকানের স্বত্বাধিকারী মো. দেলোয়ারের ছেলে মোঃ ওমর ফারুক বলেন, চোরের দল বুধবার ৮ অক্টোবর আনুমানিক রাত আড়াইটার সময়
 ডাচ্-বাংলাএজেন্ট ব্যাংক ও কীটনাশকের দোকানের তালা ভেঙ্গে ভিতরে   প্রবেশ করে আমার দুইটি দোকানের মালামাল ও রক্ষিত টাকা পয়সা নিয়ে যায়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages