এইচ এম শহীদ:
বাইশারী-ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতের গুলিতে নিহত হয়েছেন ঈদগড়ের জনপ্রিয় শিশু কন্ঠশিল্পী জনি রাজ দে।
৮
অক্টোবর (বৃহস্পতিবার) সকালে সড়কের হিমছড়ি ঢালায় এ ঘটনা ঘটে। রক্তে রঞ্জিত
পিচঢালা সড়ক। বন্য দস্যু থেকে কবে মুক্তি পাবে এ জনপদের লক্ষাধিক মানুষ?
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি।
নিহত জনি দে (১৮) রামুর ঈদগড় ইউনিয়নের চরপাড়া (নতুনপাড়া) এলাকার তপন দে'র ছেলে।
জানা গেছে, জনি দে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment