সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় ভাঙ্গাবাড়ি ইউনিয়নের গাবগাছি গ্রামের সাব্বির হোসেন (২২) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার(১০ অক্টোবর ) দুপুরে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের গাবগাছি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন ভাঙ্গাবাড়ি ইউনিয়নের গাবগাছি গ্রামে ইসমাইলের ছেলে। এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে কলেজছাত্র সাব্বিরের মা ঘরের ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পেয়ে চিৎকার দেন। চিৎকার শুনে আমারা ঘটনাস্থলে গেলে ঝুলন্ত লাশ দেখতে পাই। তবে লাশটা দুই তিন দিনে আগে ঝুলন্ত ছিলো। এটা হত্যা নাকি আত্মহত্যা আমরা বুঝতে পারছি না।
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment