মোহাম্মদ ইলিয়াছ, বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলায় নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আহসান হাবিব জিতু। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেছেন। এর আগে লোহাগাড়ার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন তৌছিফ আহমেদ। তিনি বান্দরবান জেলার সদর উপজেলায় ইউএনও হিসেবে বদলী হয়েছেন।
মোহাম্মদ
আহসান হাবিব জিতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ে সর্বোচ্চ ডিগ্রী
অর্জন করেন এবং ৩১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের কার্যালয়ের ডেপুটি ম্যানেজার ও রাঙ্গামাটি
জেলার বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি সুনামের সহিত দায়িত্ব
পালন করেছেন। ব্যক্তি জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তার বাড়ী রাজশাহী
দুর্গাপুর উপজেলায়।
তিনি সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment