পঞ্চগড় জেলাধীন বোদা উপজেলা ফুটবল
একাডেমীর ৫ জন প্রমিলা ফুটবলার
কুমিল্লা ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লীগ খেলার সুযোগ পেয়েছেন। যে ৫ জন
প্রমিলা খেলোয়ার সুযোগ পেয়েছে তারা হলেন ১.মিতু ২. শিউলি ৩.মিশু ৪. মারফি
৫. তৃষ্ণা।
প্রমিলা খেলোয়াড়রা জানান, বিপুল স্যারের অক্লান্ত পরিশ্রম ও সহযোগীতায় আজ
আমরা কুমিল্লা ইউনাইটেড এর হয়ে প্রিমিয়ার লীগ খেলার সুযোগ পেয়েছি, আমরা
সকলেই স্যারের কাছে কৃতজ্ঞ তিনি না থাকলে আমরা প্রতন্তঃ গ্রাম অঞ্চল থেকে
আজকে এতো দূর আসতে পারতাম না, সেই সাথে আমাদের বাবা মা সহ সকলের প্রতি
কৃতজ্ঞতা স্বীকার করি কারন আমরা গ্রামের মেয়েরা ফুটবল খেলবো এটা অনেকের
কাছে গ্রহণযোগ্য নয় তারপরও আমাদের বাবা মায়েরা সহ সকলেই সহযোগীতা করেছে
বলেই আমরা এত দূর এসেছি আপনাদের সকলের দোয়া ও সহযোগীতা পেলে জাতীয় দলে
খেলবো বলে আশা করি।
এএফসি 'সি'কোচ ও একাডেমি'র প্রতিষ্ঠাতা পরিচালক এবং বাংলাদেশ ফুটবল উন্নয়ন
সমিতি'র সম্মানিত সহ সভাপতি মোফাজ্জল হোসেন বিপুল
বলেন, বাংলাদেশ একদিন বিশ্ব মঞ্চে রাজত্ব করবে সেই লক্ষে কাজ করে যাচ্ছি
বাকীটা আল্লাহর হাতে, আমাদের জন্য দোয়া করবেন লক্ষে পৌছাতে পারি। পরিশেষে তিনি সবাইকে ধন্যবাদ জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment