একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকেতারা এই কর্মবিরতি শুরু করেন। দাবি পূরণে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা।
বর্তমানে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী— সবাই ১৬তম গ্রেডে বেতন পেয়ে থাকেন। তাদের দাবি, নিয়োগ বিধি সংশোধন করে তাদের বেতন যথা ক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীত করতে হবে।
হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক মো.ইমন ও সভাপতি শামসুল আলম বলেন, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী কর্মসূচি চলবে।
স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি কর্মসূচির দীর্ঘায়িত হলে হাম-রুবেলা টিকার ক্যাম্পেইনেও বিঘ্ন হবে। যার কারণে বাঁশখালীতে প্রায় ৭৫ হাজার শিশুর টিকা দানে অনিশ্চয়তা দেখা দিবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment