লেখক-কবি রিনা রহমান:
রিপা কি বলবে কিছুই বুঝতে পারেনা....
শুধু যেন একটা ভয় ওর মনে....
এদিকে রানা রিপার নিরবতা দেখে কি করবে বুঝে উঠতে পারে না...
সে ফোন কেটে দেয়..!
রানা ভাবছে দেখা করার পর রিপা কেমন জানি বদলে গেছে।
ও ভাবছে হয়তো রিপার ওকে পছন্দ হলোনা মনে হয়..!
এদিকে রিপা ভাবছে ও রানাকে কল করবে.।
অবশেষে রিপা রানাকে কল করলো....
রানা ওকে বলে"রিপা বলোতো তোমার কি হয়েছে...?
" রিপা বলে "কিছু না ".....! এরপর৷
অনেক কথাহলো দুজনে র মধ্যে।
সব ঠিক ঠাক""""""""
আগের মতো নিয়মিত ফোনালাপ চলছিল...
দুজন ই যার যার পড়ালেখা নিয়ে ব্যস্ত...
রানাদের পরিবার ও বেশ ভালো...
বিরাট বড় লোকের সবার বড় ছেলে.......
কিছু র ই অভাব নেই..
পরিবারের সবার আদরের সন্তান।।।।
রানা৷ ভার্সিটির কেমিস্ট্রির মাস্টার্সের ফাইনাল ইয়ারএর ছাত্র......
রীতিমতো bright student....
লিখাপড়া শেষ হলে ওর বাবা মা র ইচ্ছে বিয়ে দিবে....
ওরা মেয়ে ও ঠিক করে রেখেছে..
( চলবে)
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment