রিপার জীবনের কাহিনী (ধারাবাহিক) ৬ পর্ব: রিনা রহমান - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 8 November 2020

রিপার জীবনের কাহিনী (ধারাবাহিক) ৬ পর্ব: রিনা রহমান

একুশে মিডিয়া, মুক্তমত:


লেখক-কবি রিনা রহমান: 

রিপা কি বলবে কিছুই বুঝতে পারেনা....

শুধু যেন একটা ভয় ওর মনে....

এদিকে রানা রিপার নিরবতা দেখে কি করবে বুঝে উঠতে পারে না... 

সে ফোন কেটে দেয়..!

রানা ভাবছে দেখা করার পর রিপা কেমন জানি বদলে গেছে।

ও ভাবছে হয়তো রিপার ওকে পছন্দ হলোনা মনে হয়..!

এদিকে রিপা ভাবছে ও রানাকে কল করবে.।

অবশেষে রিপা রানাকে কল করলো....

রানা ওকে বলে"রিপা বলোতো তোমার কি হয়েছে...?

" রিপা বলে "কিছু না ".....! এরপর৷

অনেক কথাহলো দুজনে র মধ্যে।

সব ঠিক ঠাক""""""""

আগের মতো নিয়মিত ফোনালাপ চলছিল...

দুজন ই যার যার পড়ালেখা নিয়ে ব্যস্ত...

রানাদের পরিবার ও বেশ ভালো...

বিরাট বড় লোকের সবার বড় ছেলে.......

কিছু র ই অভাব নেই..

পরিবারের সবার আদরের সন্তান।।।। 

রানা৷ ভার্সিটির কেমিস্ট্রির মাস্টার্সের ফাইনাল ইয়ারএর ছাত্র......

রীতিমতো bright student....

লিখাপড়া শেষ হলে ওর বাবা মা র ইচ্ছে বিয়ে দিবে....

ওরা মেয়ে ও ঠিক করে রেখেছে..

( চলবে)

 

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages