একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে স্বাধীন বাংলাদেশের ১৯৭৩ সালে অনুষ্টিত প্রথম নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য শাই- ই- জাহান চৌধুরী (৭৪) গত সোমবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। অসুস্থতার কারনে তিনি দীর্ঘদিন যাবত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ সন্তান সহ অসংখ্যা আত্নীয় স্বজন রেখে যায়। তিনি বাঁশখালীর খানাখানাবাদ ইউনিয়ন এর বি.বি. চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাসহ তৎকালীন চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সহ অনেক সংগঠনের দাতা উদ্যোক্তা ছিলেন। মরহুমের নামাযে জানাযা ঢাকার বাসাস্থ স্থানে মঙ্গলবার বিকালে অনুষ্টিত এবং ঢাকায় দাফন করা হবে বলে পরিবার সুত্রে জানা যায়। সাবেক সাংসদ শাই- ই- জাহান চৌধুরী মৃত্যুতে বাঁশখালীর সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী সহ আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment