বাস চাপায় মা ও ছেলে নিহত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 26 November 2020

বাস চাপায় মা ও ছেলে নিহত

কাজী শাহ্ আলম, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলায় চৌধুরীর মোড়ে বাস চাপায় ইজিবাইক যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের শৌলমারী গ্রামের বদিউজ্জামানের স্ত্রী মঞ্জিলা বেগম  (৩২) ও তার ৩ বছরের ছেলে সাজেদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক স্বজনকে দেখতে সকালে নিজেদের ইজিবাইকে রওয়ানা দেন বদিউজ্জামান, মঞ্জিলা বেগম ও তাদের সন্তান সাজেদুল এবং আরও চার যাত্রী। ইজিবাইকটি চৌধুরীর মোড়  এলাকায় দ্রুত গতির একটি বাস সেটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মঞ্জিলা। পরে স্থানীয়রা বাবা-ছেলেসহ আহতদের ওই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সিকিৎসক সাজেদুলকে মৃত ঘোষণা করেন।
এদিকে আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বদিউজ্জামান নিজেই ইজিবাইকটি চালাচ্ছিলেন বলে জানা গেছে। কালীগঞ্জ থানার ওসি আরজু মো. আরজু সাজ্জাদ হোসেন বলেন ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages