বাঁশখালী কওমী মাদরাসা সংস্থার উদ্যোগে
আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, ফ্রান্সের সরকারী পৃষ্টপোষকতায়
প্রিয় নবী সা: অবমাননার মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত করা
হয়েছে। এজন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রোকে মুসলিম বিশ্বের কাছে
অবিলম্বে ক্ষমা চাইতে হবে। অবিলম্বে ফ্রান্সের সাথে বাংলাদেশ সরকারকে সকল
প্রকার কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবী জানান। আজ (৮ নভেম্বর) রবিবার
বিকেলে বাঁশখালী উপজেলা সদরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা
উপরোক্ত কথা বলেন। সমাবেশ ও মিছিল উপলক্ষে বাঁশখালী উপজেলা পরিষদে দীর্ঘ
যানজটের সৃষ্টি হয়।
বাঁশখালী কওমী মাদরাসা সংস্থার
সভাপতি মাওলানা ফিরোজ আহমদ মছরুর সাহেবের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মনকিচর মাদরাসার প্রধান পরিচালক ও কওমী
মাদরাসা সংস্থার সেক্রেটারী মাওলানা শাহ আবু বকর। বক্তব্য রাখেন, বাঁশখালী
জামেয়া মিল্লিয়া আজিজিয়ার সাবেক প্রধান পরিচালক মাওলানা রফিকুল ইসলাম,
দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, বড় দিদারিয়া
মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ ইসহাক, জামেয়া মিল্লিয়া আজিজিয়ার পরিচালক
মাওলানা আজিজুল হাছান, ভাদালিয়া মাদরাসার পরিচালক মাওলানা খলিলুর রহমান,
পুকুরিয়া মাদরাসার মাওলানা শওকত আলী, মাওলানা নুরুল আমিন, আল ফারুক
মাদরাসার পরিচালক মাওলানা হারুনুর রশিদ, চেচুরিয়া আরবিয়া মাদরাসার পরিচালক
মাওলানা ইসহাক, বাঁশখালী জলদী হোসাইনীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু
রাশেদ মোজাম্মেল, উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, আজাদাবাদ মাদরাসার
পরিচালক মাওলানা আবুল কালাম, মারকাজুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা
মাহমুদুল ইসলাম, বাহারছড়া মাদরাসার মাওলানা ওসমান, কনজুল উলুম মাদরাসার
সহকারী পরিচালক মাওলানা সোহেল, আওয়ামীলীগ নেতা মনসুর আলী, সরল বড় মাদরাসার
পরিচালক মাওলানা আবদুল মালেক, আলমশাহপাড়া মাদরাসার মুহাদ্দেস মাওলানা আবদুশ
শাকুর, আনসারুল উলুম মাদরাসার মাওলানা জসিম উদ্দীন মিসবাহ প্রমুখ।
সমাবেশ
শেষে জলদী মিয়ারবাজার চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদর
প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেইটে এসে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
No comments:
Post a Comment