লেখক- সুলতানা বেগম:
মেঘমুক্ত রাতের আকাশে
পূর্নিমার চাঁদ জ্বলছে
রাতজাগা পাখিরা সব
চাঁদের কাব্য লিখছে।
নক্ষত্রের ডালা সাজিয়ে
বসেছে মেলা আকাশে
ধরণী জেগে উঠে
জোছনা স্নানে মেতেছে।
মৃদুমন্দ শীতল পবন
স্পর্শে শিহরিত ভূবণ
দুবলা ঘাসে শিশিরবিন্দু
জ্বলছে চাঁদের প্রতিবিম্ব।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment