চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 15 December 2020

চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এ হাসান, কুমিল্লা:

কুমিল্লায় চৌদ্দগ্রাম পৌরসভা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার চৌদ্দগ্রাম বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চৌধুরী ওয়াহিদুর রহমান চয়ন। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা বিভাগীয় সহ-সভাপতি শাহাবুদ্দীন আহমদ ফারুক। শুভেচ্ছা বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসহাক ব্যাপারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তকদিও হোসেন স্বপন, সহ সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাহীন, সারোয়ার আলম ভুঁইয়া রুবেল, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন কায়সার, স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক আমিরুল সিদ্দিকী রাকিব, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল মোস্তফা খান, খোরশেদ আলম, উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন ডেভিড ও মোজাম্মেল হক মাসুম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সহ-সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, আজিম উদ্দিন মাসুদ, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, সাবেক যুগ্ম আহবায়ক নুরুন্নবী পাটোয়ারী, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী জসীম উদ্দিন, মোঃ হাসান, সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ইমাম হোসেন ফারুক, যোগাযোগ বিষয়ক সম্পাদক আবু ইফসুফ, কোষাধ্যক্ষ সাদ্দাম হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক আরিফুর রহমান, সহ-সাহিত্য সম্পাদক মোঃ বারেক, আদর্শ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনির হোসেন, মোঃ ইসমাইল, মোঃ মামুন, আবুল কালাম, আনিসুর রহমান, মোঃ রুবেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মামুন, উপজেলা কৃষকদল সভাপতি হাসান শাহরিয়ার খাঁ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মোঃ জোবায়ের, সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, বর্তমান সহ-সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ মজুমদার, উপজেলা যুবদল নেতা এম এ খায়ের মজুমদার, উপজেলা তাঁতীদলের সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ দাউদ, সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক জাফর ভুঁইয়া, প্রবাসী বিএনপি নেতা ফারুক হোসেন খান, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান, কুমিল্লা মহানগর ছাত্রদল নেতা আজাদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তৃণমূল দল, তারেক পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages