একুশে মিডিয়া, রিপোর্ট:
জায়গা দখল কেন্দ্র করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পুইছড়ি ইউনিয়েনের পুর্ব পুইছড়ি এলাকার আহমদ মিয়ার ছেলে যুবলীগ নেতা মিন্টু মিয়া (৪২) কে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে খবর পেয়ে কক্সবাজার জেলাধীন পেকুয়া থানা পুলিশ নিহত বাঁশখালীর যুবলীগ নেতা মিন্টু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বটতলীর বনবিভাগের বিরোধীয় জায়গায় মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে জায়গা দখলে নিয়ে বালু তুলতে গেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রুপ নেয়।
এ সময় এক পক্ষ জয়নালের স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী এসে মিন্টু মিয়া গংদের হামলা ও গণপিটুনি দেয়।
এ ঘটনায় টইটংয়ের জয়নালের স্ত্রী ফরিজা খাতুন ও তার ভাই হাবিব উল্লাহ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ।
পেকুয়া থানার (ওসি) তদন্ত কানন সরকার একুশে মিডিয়াকে জানান, লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বালু উত্তোলনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment