চৌদ্দগ্রাম পৌর নির্বাচনে আ’লীগের প্রার্থী হিসেবে কেন্দ্রে যাচ্ছে জিএম মীরুর নাম - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 11 December 2020

চৌদ্দগ্রাম পৌর নির্বাচনে আ’লীগের প্রার্থী হিসেবে কেন্দ্রে যাচ্ছে জিএম মীরুর নাম

এম এ হাসান, কুমিল্লা:

কুমিল্লার চৌদ্দগ্রামে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগের দলীয় মনোনয়ন পেলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জি এম মীর হোসেন মীরু।
বুধবার হোটেল নূর মহলে উপজেলা আ’লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি।উপজেলা আ’লীগের সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা জসিম উদ্দীন চৌধুরী, আলী হোসেন চেয়ারম্যান, শামসুল আলম মজুমদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল বারেক, মাহমুদুর রহমান খোকন, এছাক খাঁন, এডভোকেট জুলফে আলী, কামাল চৌধুরী, এনামুল হক খন্দকার, অধ্যাপক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, জিএম জাহিদ হোসেন টিপু, শাহজালাল মজুমদার, সৈয়দ আহমেদ খোকন, মাহবুব হোসেন মজুমদার, একরামুল হক, কাজী জাফর আহমেদ, হাজী জানে আলম, মাহফুজ আলম, জয়নাল আবেদীন খোরশেদ, জাফর ইকবাল, সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু, আ’লীগ নেতা এডভোকেট আব্দুল মান্নান, কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম, কামরুল হাসান মুৃরাদ, কামরুল আলম মোল্লা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার কামরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল রিপন, কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এএসএম শাহীন মজুমদার, মহিলা আ’লীগের সভাপতি ফয়েজুন্নেছা, যুব মহিলা লীগের জুলেখা বেগম, ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজ প্রমুখ।
এর আগে জিএম মীর হোসেন মীরু, মো: মিজানুর রহমান, আকতার হোসেন পাটোয়ারী, নান্টু চন্দ্র দেবনাথ, আলমগীর হোসেন বিপ্লব, ইমাম হোসেন পাটোয়ারী এনাম, ফারুক আহমেদ খাঁ শামীম, এডভোকেট জলিল আহমেদ টিপু, তুষার পাটোয়ারী সহ মেয়রপ্রার্থীগণ তাদের মতামত ব্যক্ত করেন। চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলা আ’লীগের সর্বসম্মতিক্রমে জি এম মীর হোসেন মীরুকে দলীয় মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় প্রধান অতিথি মো: মুজিবুল হক মুজিব এমপি বলেন, “গণতান্ত্রিক পন্থায় সকলের মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। সে মোতাবেক বক্তাগণ তাদের মতামত ব্যক্ত করেছেন। দশ জন প্রার্থীর মধ্যে জি এম মীর হোসেন মীরুর পক্ষে বেশিরভাগ বক্তাগণ তাদের মতামত ব্যক্ত করেছেন। তাই আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগের প্রার্থী হিসেবে জি এম মীর হোসেন মীরুর নাম কেন্দ্রে পাঠানো হবে”।
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages