নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, দেশব্যাপী জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে সোমবার(৭ ডিসেম্বর) বিকেলে স্থানীয় দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফকিরগঞ্জ বাজারস্থ মুক্তিযোদ্ধা মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সমৃপাদক মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা আ'লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করিম, মোঃ সাজ্জাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, মোঃ আঃ কুদ্দুস, প্রচার সম্পাদক মোঃ ওয়াজদ আলী, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমূখ। বক্তারা- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধীতা ও ভাঙচুর কারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পাশাপাশি জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়া সহ রুখে দাড়ানোর আহবান জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment