নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সীমান্তে অভিযান পরিচালনা করে ৩৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪২ হাজার ৪৯০ টাকা। সোমবার (০৭ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও বিওপি টহল দল সীমান্ত পিলার ৪০০/৩ আর থেকে পূর্ব দিকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ ছেপড়াঝাড় নামক স্থান থেকে মালিকবিহীন ভাবে ফেনসিডিলগুলো উদ্ধার করে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোধগাঁও বিওপি টহল কমান্ডার নায়েব সুবেদার মো. খাইরুল ইসলামের নেতৃত্বে টহল দল ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল রেখে পালিয়ে যায়। পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সিও লে. কর্নেল খন্দকার আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি এর সঙ্গে কারা জড়িত। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment