সুনামগঞ্জের দোয়ারাবাজারে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে রাসের মিয়া(২২) নামে এক আরোহী নিহত হয়েছে।
রবিবার(৬ ডিসেম্বর) রাত ১০ ঘটিকা সময় রাসেল মিয়া উপজেলা সদর থেকে মোটরসাইকেলে ফাজায়েল আহমদকে (১৫) নিয়ে পান্ডারগাঁও আসছিলেন। পথে বিপরীতগামী একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলে রাসেল মারা যায়। গুরুতর আহত ফাজায়েল আহমদকে উদ্ধার করে স্থানীয়রা সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। উপজেলার বিয়ানিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পান্ডারগাঁও গ্রামের আলী হায়দারের ছেলে।
দোয়ারাবাজার থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান,ট্রলির সাথে মুখোমুখি
সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী রাসেল মিয়া নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রলিটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment