আসন্ন বেলকুচি পৌরসভা নির্বাচনে
মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মেয়র, কাউন্সিলর
ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৬২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল
করেছেন।
রবিবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী প্রার্থীরা মনোনয়ন ফর্ম দেয়া হয়।
এর মধ্যে মেয়র পদে ৩ জন,কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর
পদে ১৬ জন।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের
সহ-সভাপতি বেগম আশানুর বিশ্বাস, বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আলতাফ হোসেন
প্রামানিক, স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক
রেজা, নেতাকর্মী সমর্থকদের নিয়ে উপজেলা রিটার্নিং অফিসারের নিকট
মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৬ জানুয়ারী বেলকুচি পৌরসভার নির্বাচন
অনুষ্ঠিত হবে।
উপজেলা
নির্বাচন অফিসার মোহাম্মদ আশরাফুল হক জানান, মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে
৪৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন মনোনয়ন পত্র জামা দিয়েছে। আগামী ২২
তারিখ মনোনয় পত্র যাচাই বাছাই করে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে
জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment