সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
পৌর নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকী। তাই প্রার্থীগন ভোটে মাঠে নড়ে চড়ে উঠেছেন । পৌরসভার সকল প্রান্তে এখন একটাই কথা কে হচ্ছেন আগামীদিনে পৌর অভিভাবক তথা পৌরসভার মেয়র।
একদিকে রয়েছেন, ক্ষমতাশীন দল আ'লীগের মেয়র পদে নৌকা প্রতিক নিয়ে বেলকুচি পৌরসভার সাবেক মেয়র বেগম আশানূর বিশ্বাস। অপরদিকে রয়েছেন তৃনমূলে ভোটেজয়ী স্বতন্ত্রপ্রার্থী হিসাবে নারিকেল গাছ প্রতিক নিয়ে সাজ্জাদূল হক রেজা। আর মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাতিল হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনিত প্রার্থী হাজী আলতাফ হোসেন প্রামানিক উচ্চ আদালতে রায়ে ধানের শীষ প্রতিক নিয়ে। তাইতো মেয়র পদের জন্য বেশ জমে উঠেছে ভোটয্দ্ধু।
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে বেলকুচি পৌর নির্বাচন তাই সেই বিষয়কে মাথায় রেখে ৩ জন মেয়র প্রার্থী ভোটের মাঠে নেমেছেন তাদের অবস্থানকে শক্তিশালী করতে। তাই প্রতিনিয়ত প্রার্থীগন পৌর নাগরিকদের দ্বারেদ্বারে ঘুরে দিচ্ছেন এই পৌরসভার উন্নয়নের জন্য দিচ্ছেন নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি।
১৬ই জানুয়ারিতে অবাদ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনে ভোটারগন তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামীদিনের পৌর মেয়র নির্বাচিত করতে পারবে বলে মনে করছেন এই পৌর অঞ্চলের বাসিন্দাগন।
সবুজ সরকার।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment