বাঁশখালীতে দিনমজুর ভাইপো’র কুঁড়েঘর ভেঙ্গে জায়গায় চাচার জোরপূর্বক পাকা দালান নির্মাণ! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 22 January 2021

বাঁশখালীতে দিনমজুর ভাইপো’র কুঁড়েঘর ভেঙ্গে জায়গায় চাচার জোরপূর্বক পাকা দালান নির্মাণ!

একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

দিনমজুর ওসমান গণি শফিকুর রহমান পৈত্রিক সূত্রে পাওয়া ছোট্ট কুঁড়েঘর ১৬ শতক বসতভিটাতে দুই ভাই দিনমজুরি করে কোন রকমে সংসার চালান পাশে প্রতিবেশি চাচা প্রবাসী আব্দুল জলিল তার এক পুত্রও বিদেশে থাকেন প্রচুর অর্থ সম্পদের মালিক

ভাইপো দিনমজুর ওসমান শফিকুরের আলো-বাতাস খোলামেলা চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নের পশ্চিম মিনজিরীতলা গ্রামের বসতভিটার ওপর প্রবাসী আব্দুল জলিল চাচার কু-নজর পড়ে তাই জোর করে ভাইপোদের কুঁড়েঘর ভেংগে বসতভিটা দখল করে মাটি ভরাট করে পাকা দালান নির্মাণ করেই চলছেন ওই জায়গা দখলের ব্যাপারে আইনের আশ্রয় নিয়ে দিনমজুর ভাইপোরা চাচা আব্দুর জলিলের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা পেয়েছেন, চাচার বিরুদ্ধে আদালত অবমাননার নির্দেশও রয়েছে, প্রতিবাদ করায় গর্ভবতী গৃহবধূর ওপর হামলার ঘটনায় চাচার বিরুদ্ধে মামলাও হয়েছে, স্থানীয় জনপ্রতিনিধিরা শালিসী বৈঠকও করেছেন, থানা পুলিশ কয়েকদফা অবৈধ দখলে বাধাও দিয়েছেন তারপরও কিছুতেই কাবু হচ্ছেন না প্রভাবশালী চাচা আব্দুল জলিল পুলিশ গেলে কাজ বন্ধ রাখে, পুলিশ থানায় ফিরলে কাজ শুরু করে নানা হুমকি-ধমকি ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক পাকা দালান নির্মাণ করেই চলছেন

 বাঁশখালী থানার তদন্ত কর্মকর্তা উপ- পরিদর্শক লিটন চাকমা বলেন, ‘অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের নির্দেশে আমি পশ্চিম মিনজিরীতলার ওসমান গণি শফিকুর রহমানের বসতভিটা দখলের ঘটনা তদন্ত করেছি ওদের চাচা আব্দুল জলিল আদালতের নির্দেশ অমান্য অবমাননা করে জোরপূর্বক পাকা দালান নির্মাণ করার ঘটনা সত্যতা প্রমাণ পাওয়ায় চলতি মাসের গত জানুয়ারী আদালতে প্রতিবেদন দাখিল করেছি ঘটনাস্থল উপকূলীয় হওয়ায় পুলিশ গেলে আসামীরা কাজ বন্ধ করে পালিয়ে যায়, পুলিশ থানায় ফিরলে আবার কাজ করার চেষ্টা করছে

 তিনি আরও বলেন, ‘ ওই জায়গার ওপর ওসমানের দায়ের করা মামলায় ১৪৫ ধারায় স্থিথিবস্থা রয়েছে এবং আদালত অবমাননার অভিযোগে আব্দুল জলিলসহ কয়েকজনের বিরুদ্ধে ১৮৮ ধারায় মামলা হয়েছে এছাড়া চলতি মাসের গত ১৮ জানুয়ারী শফিকুর রহমানের দায়ের করা মামলায় তার গর্ভবতী স্ত্রী জান্নাতুল মাওয়া (২০) ওপর হামলা ঘটনায় আব্দুল জলিল, মো. জাকারিয়া প্রকাশ তারেক, মো. ইদ্্িরস প্রকাশ মহি উদ্দিন, মো. এনামুল হক সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে

 বর্তমানে ওই ঘটনায় মো. ইদ্রিস প্রকাশ মহি উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে হাজতে পাঠিয়েছে দিনমজুর শফিকুর রহমান ওসমান বলেন, ‘ প্রবাসী অর্থশালী চাচা আব্দুল জলিল তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে আমরা পালিয়ে বেড়াচ্ছি আমাদের পৈত্রিক কুঁড়েঘর ভেংগে বসতভিটা দখল করে চাচা পাকা দালান নির্মাণ করছে আদালত থানায় মামলা করে চাচার দালান নির্মাণ বন্ধ করতে পারছি না পুলিশ গেলে কাজ বন্ধ রাখে, পুলিশ ফিরলে কাজ শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিদেরও বিচার মানছেন না

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ বলেন, ‘ দেশে গ্রাম্য শালিস আছে তা না হলে আইন-আদালত আছে কোন ব্যক্তির কোনটির ওপর আস্থা না থাকলে তা দুঃখজনক অর্থশালীদের কাছে আইনের প্রতি শ্রদ্ধা থাকা উচিত জোর করে জায়গা দখল পাকা দালান নিমার্ণে অভিযুক্ত আব্দুল জলিল বলেন, ‘ আমার ক্রয় করা জায়গার ওপর আমি পাকা দালান নির্মাণ করছি ওদের জায়গা ওখানে নয় অন্য জায়গায় বরঞ্চ ওরা আমাদের বিরুদ্ধে মামলা করে হয়রানি করছে তবে এসব করেও কিছু করতে পারবে না, পাকা দালান নির্মাণ করবই

 

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages