একুশে মিডিয়া, মুক্তমত:
লেখক- সুলতানা বেগম:
হিম শীতল শুভ্র বসন জড়িয়ে রেখেছে ধরণি,
ঘুমিয়ে রয়েছে সোনার রবি কাঁপছে অবলা তরুণী।
কুয়াশার চাদরে মোড়ানো জীর্ন গৃহ,
ছাউনি লতাপাতা,
থরথরিয়ে কাঁপছে শরীর জড়িয়ে ছেঁড়া কাঁথা।
জোড়ানো খড়কুটো নাড়াচাড়া করে জ্বালাতে পায়না সাহস,
শীত নিবারনে খড়কুটো জ্বালিয়ে থাকতে হবে শেষে উপোষ।
দিনমান যার অন্ন জোটে না কি করে জোটাবে বস্ত্র?
মহাজনের কাছে বাড়ালে হাত লোলুপ দৃষ্টিতে মন হয়ে যায় ক্ষিপ্ত।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment