একুশে মিডিয়া, কুতুবদিয়া প্রতিনিধি:
চলমান
বেড়িবাঁধের নির্মাণকাজ আগামী বর্ষার আগেই সম্পন্ন করে ২ লাখ
কুতুবদিয়াবাসীর জীবন ও সহায় সম্পদ রক্ষার জোরালো দাবী উঠেছে কুতুবদিয়া জোড়ে
।
দ্বীপবাসির বাঁচা-মরার এ সমস্যা সমাধানে বাঁধ নির্মাণ খাতে পর্যাপ্ত
বরাদ্ধ করে আরো প্রকল্প গ্রহণসহ বাঁধ সুরক্ষায় বাঁধের ভেতরে বাইরে ৩
স্তরের বনায়ন সৃজনের দাবীও গুরুত্ব পায় মানববন্ধনে।
জলবায়ু ফোরামের সভাপতি ও
কুতুবদিয়া প্রেসক্লাবের সেক্রেটারী দৈনিক জনকন্ঠ ও দৈনিক পূর্বকোণ
পত্রিকার নিজস্ব সংবাদদাতা এম.এম.হাছান কুতুবীর নেতৃত্বে ১৭ ফেব্রুয়ারী
বুধবার সকাল ১১টায় উপেজলা গেইটে অনুষ্টিত মানববন্ধনে জোরালোভাবে জনগুরুত্ব এ
দাবী নিয়ে উপস্থিত ছিলেন কোস্ট ট্রাস্টের সিএফটিএম প্রজেক্টের প্রোগ্রাম
অফিসার মং এথেন রাখাইন, ফোরামের সেক্রেটারি বেগম নুরুন্ নাহার
সোলতানা,কার্যনির্বাহী সদস্য যথাক্রমে নেছার আহমদ চৌধুরী, মুহাম্মদ ফৈজুল
আজিজ, ব্রজহরি দাশ, ইউপি মহিলা মেম্বার মাহাবুবা আখতার, সাবেক মহিলা
মেম্বার দিলশাদ আরজুম হ্যাপী, শফিকুল ইসলাম, সারাবান তাহুরা, আব্দুর রহিম ও
মুহাম্মদ তানজিল প্রমূখ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment