একুশে মিডিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার সড়কের নৈনগাঁও বেইলী ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনা ঘটে শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে তিনটার দিকে।
স্থানীয়রা জানান, সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ছাতক হয়ে একটি পাথর বোঝাই ট্রাক দোয়ারাবাজার যাচ্ছিল। শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে পাথর বোঝাই ট্রাকটি দোয়ারাবাজার উপজেলার নৈনগাঁও বেইলী ব্রিজে উঠলেই ব্রিজটি ভেঙ্গে খাদে পড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক ও তার সহযোগি হেল্পার পালিয়ে গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে দোয়ারাবাজার থানার ওসি মো. মোহাম্মদ নাজির আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment