একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাঁশখালী উপজেলা ৫নং কালীপুর ইউনিয়নের মধ্যম গুনাগরী মাষ্টার ছাবের আহমদ স্টেডিয়ামে পহেলা ১ ফেব্রুয়ারী রাত আট ঘটিকার সময় সওদাগর পাড়া ইয়াং সোসাইটি একাদশ বনাম আলহাজ্ব আব্দুল্লাহ কবির লিটন একাদশ প্রতিদ্বন্দ্বিতা করেন, তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত আলহাজ্ব আব্দুল্লাহ কবির লিটন একাদশ,সওদাগর পাড়া ইয়াং সোসাইটি একাদশকে পরাজিত করে মধ্যম গুনাগরী ইয়াং স্টার ক্লাব কর্তৃক ১ম বারের মত দিবা-রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলহাজ্ব আব্দুল্লাহ কবির লিটন একাদশ।
খেলা শেষে ইঞ্জিনিয়ার মোঃ রইস উদ্দিন মামুনের সভাপতিত্বে এক পুরুষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ও সমাজ সেবক মোঃ শাহাদাত রশিদ চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লায়ন শেখর দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মাহবুবুল আলম, সাবেক বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্র লীগের সভাপতি মোঃ শওকত হোসেন পিটু,বাঁশখালী উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল হোসেন মিশু,জাতীয় শ্রমিক লীগ বাঁশখালী উপজেলা শাখার সহ সম্পাদক রেজাউল করিম লেদু, ২নং সাধানপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃআরিফ, ৫নং কালীপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুল আজিজ, মোঃ জসিম উদ্দিন, ইমতিয়াজ উদ্দিন মুন্না, মোঃ মহিউদ্দিন, আজম খান, মোঃ শাহেদসহ স্থানীয় বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ এবং হাজার হাজার দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত রশিদ চৌধুরী বলেন, খেলা ধুলা হচ্ছে বিনোদনের একমাত্র মাধ্যম, এই ধরনের খেলাধুলা বেশি বেশি করে আয়োজন করলে সমাজ থেকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ কমে আসতে সহায়ক ভূমিকা পালন করবে বলে ধারণা করেন,এতো সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য আয়োজক কমিটির সকল সদস্য বৃন্দদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পরিশেষে সব সময় মধ্যম গুনাগরী ইয়াং স্টার ক্লাবের পাশে থেকে সহযোগিতা করে যাওয়া প্রতিশ্রুতি দেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment