সবুজ সরকার, বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ বেলকুচি পৌরসভার ৯টি ওয়ার্ডে যারা ২০১৯ সালের হালনাগাদে ভোটার হয়েছে তাদের মাঝে স্মার্ট কার্ড বিতরন করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে বেলকুচি পৌরসভা ভবনে এ স্মার্ট কার্ড বিতরণের উদ্ধাধন করা হয় । বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার আনিসুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলার নির্বাচন অফিসার আশরাফুল হক, বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সহ সকল ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ।
এ সময় পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা জানান, বেলকুচি পৌরসভা আধুনিকরনের ছোঁয়া লেগেছে। তাই পৌরবাসীর ভোটারদের মাঝে স্মার্ট কার্ড তুলে দিয়ে উন্নয়নের আর ও একধাপ এগিয়ে নিলাম। এসময় তিনি বেলকুচি পৌরসভা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment