প্রধনমন্ত্রীর পক্ষে ঘর হস্তান্তর করলেন সরোজ কুমার নাথ, জেলা প্রশাসক. ঝিনাইদহ। ‘বঙ্গবন্ধু পল্লী ও ধানমন্ডি-৩২’ গুচ্ছগ্রাম, ঝিনাইদহ নাম ঘোষনা করা হয়েছে। এলাকা বাসিরা অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
ঝিনাইদহে ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিববর্ষের উপহার গুচ্ছগ্রামের ঘর বুঝে দেওয়া হয়েছে। সদর উপজেলার বাড়িবাথান গ্রামের ‘বঙ্গবন্ধু পল্লী ও ধানমন্ডি-৩২’ গুচ্ছগ্রামের ঘর পাওয়া সুবিধাভোগিদের মাঝে ঘর বুঝে দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঘর হস্তান্তর করলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।সেসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লা আল মামুন।লটারির মাধ্যমে সুবিধাভোগিদের ঘর বিভাজন করে বুঝে দেওয়া হয়। নতুন ঘর বুঝে পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment