নবাবগঞ্জে রান্না করা গরুর মাংসে আল্লাহু আকৃতির লেখা দৃশ্যমান দেখতে হাজারো মানুষের ঢল - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 1 March 2021

নবাবগঞ্জে রান্না করা গরুর মাংসে আল্লাহু আকৃতির লেখা দৃশ্যমান দেখতে হাজারো মানুষের ঢল

মোঃ মামুনুর রশিদ,নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

পাথরে,গাছের পাতায়, মাছের গায়ে আরবি বর্ণেআল্লাহশব্দটি রয়েছে এমন কথা শোনা যায়। এবার দিনাজপুরের নবাবগঞ্জ  উপজেলার ইসলামপুর(হরিপুরবাজার এলাকায় গরুর মাংসে আরবি লেখাআল্লাহুশব্দটি অস্পষ্টভাবে বোঝা যায়

সেখানে সরেজমিনে গিয়ে দেখা যায় ইসলামপুর বাজার বাশটেক গ্রামের আছাদুল ইসলামের বাড়ীতে গরুর মাংসে আল্লাহু লেখা দেখার জন্য শত শত উৎসুক জনতা ভীড় জমায়

বাড়ীর কর্তা আছাদুল জানায় , রবিবার সকালে নবাবগঞ্জ বাজারের কসাই মজমুলের নিকট থেকে  গরুর মাংস নিয়ে এসে রান্না করলে হঠাৎ একটি মাংসের টুকরো আল্লাহ লেখাটি আমার স্ত্রী   দেখতে পায় হাড়ির উপরে ভেসে উঠে যার মধ্যে আরবীতে আল্লাহু লেখা রয়েছে

বিষয়টি দেখে প্রথমে বাড়ীর লোকজন বিস্মিত হয়ে যায়। পরে এলাকাবাসীকে জানালে হাজারো জনতা মাংসের টুকরো দেখার জন্য   ভীড় জমাতে থাকে। 

বিষয়ে হরিপুর কওমী মাদ্রাসার হুজুর মোঃ তাজুল ইসলাম  বলেন আমি বিষয়টি বাজারে শুনে দেখতে যাই এবং আল্লাহ লেখাটি দেখতে পাই মনে হচ্ছে খাদাই(ডাইস করা) 

নবাবগঞ্জ বাজারের মাংস বিক্রতা মজমুলের সহকারী  হারুন বলেন আমরা কাচা মাংসে এমন কিছু দেখতে পাই নি  

 

 


একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages