মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত কোয়ালিটি অনূর্ধ্ব-১৮ টি ২০ ক্রিকেট টুর্নামেন্টে বাঁশখালী ক্রিকেট একাডেমি আফতাব আহমেদ ক্রিকেট একাডেমিকে ৩ উইকেটে পরাজিত করে উক্ত টুর্নামেন্টের প্রথম খেলায় জয় লাভ করে বাঁশখালী ক্রিকেট একাডেমি।
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন চট্টগ্রাম কিন্ডারগার্টেন স্কুল মাঠে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে ব্যাটিং করতে নেমে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। দলের হয়েছে তৌসিফ ১৭,জামান ২৪,জাহেদ ১৯ রান করেন।
বাঁশখালীর হয়ে ইমরান, ফাহিম ২টি,আশরাফুল, আরফাত,রুবেল ১টি করে উইকেট লাভ করে। জবাবে বাঁশখালী ক্রিকেট একাডেমি ১৭.৩ ওভারে ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। ম্যাচসেরা রুবেল । দলের হয়েছে আকবর ৩৩,রুবেল ৩৭* আশরাফুল ১৯,মাসুদ ২১ রান করেন।আফতাব আহমেদের হয়ে জুন্নুন ৩টি, নজরুল, সাজ্জাদ, তৌসিফ ১টি করে উইকেট লাভ করে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment