লেখক-আমেনা চৌধুরী (পেইন্টিং আর্টিস্ট):
তুমি দূর দিগন্তে মিশে যাওয়া মেঘলা আকাশ
বৈশাখী ঝরে কুড়িয়ে পাওয়া আমের মুকুল
তুমি আমার ওট্টোহাসির স্লোগান
মেঠো পথে উড়িয়ে দেওয়া সুতোর নাটাইল।
তুমি কানামাছি আর এক্কাদোক্কা খেলায় মেতে উঠা হাজার রঙ এর রং ছবিতে জড়িয়ে থাকা
অবেলা দুপুরে উদাস বাতাসে উল্লাসে মেতে উঠা ঝড়া পাতা।
তুমি পলাশ, শিমুলের শাখায় শাখায়
রঙ ছরানো রঙের মেলা জোছনা রাতে গল্প হয়ে চাঁদের বুড়ির বন্ধু হওয়া।
তুমি আমার ফেলা আসা স্বপ্ন গুলো
হাজার বার শুধু আমায় ফিরিয়ে দেওয়া।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment