মোহাম্মদ ছৈয়দুল আলম: বাঁশখালীতে উপকূলীয় পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রানালয় পরিচালিত চট্টগ্রাম বিভাগীয় সরকারি গগণগ্রন্থাগারের উপ-পরিচালক এ এইচ এম কামরুজ্জামান
বাঁশখালীর ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রানালয় পরিচালিত চট্টগ্রাম বিভাগীয় সরকারি গগণগ্রন্থাগারের উপ-পরিচালক এ এইচ এম কামরুজ্জামান। শুক্রবার (১২ মার্চ) বিকাল ৩ টায় তিনি লাইব্রেরিতে আসেন এবং লাইব্রেরীর যাবতীয় কার্যক্রম পরিদর্শন করেন। লাইব্রেরির সদস্যদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পরে লাইব্রেরির পরিচালনা পরিষদের সকল নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হন।
পরিদর্শন কালে তিনি বলেন, উপকূলীয় পাবলিক লাইব্রেরি একটি আলোকিত গ্রন্থাগারের নাম। প্রান্তিকের এই পাঠাগারটি একটি পাঠকপ্রিয় এবং সচল প্রতিষ্ঠান হিসেবে সমাদৃত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রানালয় এবং চট্টগ্রাম সরকারি গণগ্রন্থাগার কর্তৃপক্ষ সর্বদা এই পাঠাগারের প্রতি সু দৃষ্টি রাখেন। তিনি বলেন, আজ সরাসরি লাইব্রেরির কার্যক্রমগুলো দেখে আমরা আনন্দিত হয়েছি। এসময় তিনি আরও বলেন, প্রান্তিকের এই গণপাঠাগারটি আগামীতেও আলোকিত মানুষ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এসময় উপস্থিত ছিলেন, উপকূলীয় পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাঈফী আনোয়ারুল আজিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোহাম্মদ হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফরিদুল ইসলাম সহ লাইব্রেরীর সদস্যবৃন্দ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment