পঞ্চগড়ের আটোয়ারীতে থানা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা মুলক প্রচারনা ও ফ্রি মাক্স বিতরণ করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীর নির্দেশনায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নেতৃত্বে পুলিশ রোববার (২১ মার্চ) বিকেলে উপজেলার প্রধান বানিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা মুলক বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ড হাতে নিয়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা মুলক প্রচারনা চালিয়েছে।
প্রচারনার অংশ হিসেবে এসময় পুলিশ বাজারে আসা মাক্স বিহীন হাটুরেদেরে মাঝে ফ্রি মাক্স বিতরণ করেন এবং পুলিশ দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বৃদ্ধিতে নিজেকে এবং পরিবার ও সমাজকে সুরক্ষায় সচেতন থাকতে পরামর্শ দেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment